সংগীত

জন্মদিনের আগের দিন করোনামুক্ত হলেন তাহসান

ঢাকা, ১৭ অক্টোবর- ঘড়িতে ১২টা বাজলেই ৪১ বছরে পা রাখবেন গায়ক ও অভিনেতা তাহসান রহমান খান। জন্মদিনের আগের দিন সন্ধ্যায় তাহসান জানালেন সুখবর। করোনামুক্ত হয়েছেন তিনি।

আজ শনিবার সন্ধ্যায় এক ফেসবুক স্ট্যাটাসে তাহসান লিখেছেন, ‘একটু প্রশান্তির হাসি আর কৃতজ্ঞতা প্রকাশ। কোভিড টেস্ট নেগেটিভ এসেছে, এজন্যে প্রশান্তির হাসি।’

আরও পড়ুন: বাবুইকে ছাড়া চলে গেলো দুই বছর

এর আগে গত ৯ অক্টোবর তাহসান গণমাধ্যমে বার্তা পাঠিয়ে আনুষ্ঠানিকভাবে করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন।

এন এইচ, ১৭ অক্টোবর

Back to top button