ঢাকা

বাড়ি ফেরাদের লকডাউনে ঢাকায় না ফিরতে অনুরোধ তাপসের

ঢাকা, ১৪ মে– ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ঈদ করতে ঢাকা থেকে বাড়ি যাওয়া মানুষদের লকডাউনে না ফেরার অনুরোধ করেছেন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকালে প্রথম ঈদের জামাতে অংশ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি প্রথমে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান। পরে তিনি এ অনুরোধ করেন।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে এবার প্রধানমন্ত্রীসহ সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা লোকজনকে বাড়িতে না গিয়ে কর্মস্থলেই ঈদ করার অনুরোধ করেন। তাপসের কথাতেও তার প্রতিফলন দেখা গেল।

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ রোধে সরকার প্রথমে ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত নানা বিধিনিষেধ আরোপ করে। পরে এ নিষেধাজ্ঞা আরও দুই দিন বাড়িয়ে ১৩ এপ্রিল পর্যন্ত করা হয়। এরপর কঠোর বিধিনিষেধের সিদ্ধান্ত নেয় সরকার। ১৪ এপ্রিল থেকে শুরু হয় কঠোর লকডাউন যা কয়েক দফা বাড়ানো হয়। সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী ১৬ মে পর্যন্ত চলবে এ বিধিনিষেধ।

সূত্র : আমাদের সময়
এম এন / ১৪ মে

Back to top button