ঢাকা বিভাগ

ঢাকা-৫ আসনের উপনির্বাচন: ৮৬ কেন্দ্রের ফলাফল

ঢাকা, ১৭ অক্টোবর- ঢাকা-৫ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণা করা হচ্ছে। এখন পর্যন্ত ৮৬ কেন্দ্রের ফলাফলে এগিয়ে আছেন আওয়ামী লীগের কাজী মনিরুল ইসলাম মনু। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সালাহউদ্দিন আহমেদ চেয়ে এগিয়ে আছেন। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ঢাকা-৫ আসনের উপনির্বাচনের ফলাফল ঘোষণা শুরু হয়। ফল ঘোষণা করছেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মনির হোসেন খান৷

আরও পড়ুন: মধ্যবর্তী নির্বাচনের নামে কোনো টালবাহানার প্রয়োজন নেই : সেতুমন্ত্রী

এখন পর্যন্ত ঘোষিত ৮৬ কেন্দ্রের মধ্যে আওয়ামী লীগের কাজী মনিরুল ইসলাম মনু (নৌকা) পেয়েছেন ২৯,৫০১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সালাহউদ্দিন আহম্মেদ (ধানের শীষ) পেয়েছেন ২১১২ ভোট। অন্যান্য প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির মীর আব্দুস সবুর (লাঙ্গল) পেয়েছেন ২৯৮ ভোট।

সূত্রঃ বিডি নিউজ
আডি/ ১৭ অক্টোবর

Back to top button