ইসলাম

ঈদে মিলাদুন্নবী ৩০ অক্টোবর

বাংলাদেশের আকাশে আজ কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী ১৯ অক্টোবর সোমবার থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু। সে হিসেবে আগামী ৩০ অক্টোবর শুক্রবার সারা দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উৎযাপিত হবে।

শনিবার জাতীয় চাঁদ দেখা কমিটি এ তথ্য জানিয়েছে।

ইসলাম ধর্মমতে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (সা.) নবুয়তের সিলসিলায় শেষ নবী। তার জন্ম ও ওফাত দিবস ১২ রবিউল আউয়াল। দিনটি মুসলমানদের কাছে এক পবিত্র দিন। ধর্মপ্রাণ মুসলমানরা দিনটিকে অত্যন্ত মর্যাদার সঙ্গে পালন করেন।

এম এন / ১৭ অক্টোবর

Back to top button