ক্রিকেট

জয়ের পর ব্যাঙ্গালুরুর প্রশংসায় প্রীতি জিনতা

আবুধাবি, ১৭ অক্টোবর- ‘ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর’- সিগারেটের প্যাকেটের গায়ে এমন ‘বিধিসম্মত সতর্কীকরণ’ চোখে পড়ে। তামাকজাত যেকোনো নেশার দ্রব্যের প্যাকেটে এমন সতর্কীকরণ থাকা বাধ্যতামূলক। তাই বলে আইপিএলের ম্যাচ নিয়ে এমন সতর্কবার্তা জারি করা হবে, এমনটা ভাবা ক্রিকেটপ্রেমীদের পক্ষে সম্ভব নয়।

কিংস ইলেভেন পাঞ্জাবের মালিক প্রীতি জিনতা সোশ্যাল মিডিয়ায় ঠিক এমনই সতর্কতা জারি করেন, যা নিমেষে ভাইরাল হয়ে যায়।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে কার্যত অনায়াসে জেতা ম্যাচ শেষ বল পর্যন্ত টেনে নিয়ে যায় পাঞ্জাব। শেষ বলে ছক্কা মেরে ম্যাচ জেতান নিকোলাস পুরান। ২ ওভার আগেই গেইলরা যে ম্যাচ জিতে যাবেন বলে ধরে নিয়েছিলেন ক্রিকেটপ্রেমীরা, সেটাই চূড়ান্ত উত্তেজক রূপ নেয় শেষ পর্যন্ত।

এমন শেষ বলের থ্রিলার জেতার পর প্রীতি টুইট করেন, অবশেষে প্রয়োজনীয় একটা জয় এসেছে আমাদের। আশা করি ক্রিকেটের নামে আমাদের দল মানুষের হার্ট অ্যাটাকের কারণ হয়ে দাঁড়ায়নি। বিধিসম্মত সতর্কবার্তা, কিংস ইলেভেন পাঞ্জাবের ম্যাচ দুর্বল হৃদয়ের মানুষদের জন্য নয়। আরসিবি বোলাররা যেভাবে শেষ বেলায় পাল্টা লড়াই চালায়, তা সত্যিই প্রশংসার যোগ্য।

আরও পড়ুন: শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দলের দায়িত্ব নিজের কাঁধে তুলে আফ্রিদি

বাস্তবিকই, কিংস ইলেভেন পাঞ্জাব দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্রথম ম্যাচ থেকেই বেশ কয়েকটা অত্যন্ত উত্তেজক লড়াই উপহার দিয়েছে আইপিএলে। যদিও ক্লোজ ম্যাচগুলোর ফলাফল পাঞ্জাবের অনুকূলে যায়নি।

সূত্রঃ পূর্বপশ্চিম
আডি/ ১৭ অক্টোবর

Back to top button