ফুটবল

ইউরোপা লিগে কাভানির ইতিহাস

রোমার বিপক্ষে এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বার জোড়া গোল করে ইউরোপা লিগে ইতিহাস গড়লেন এদিনসন কাভানি। যদিও বৃহস্পতিবার রাতে স্তাদিও অলিম্পিকোতে ৩-২ গোলে হেরেছে তার দল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে গত সপ্তাহে ওল্ড ট্র্যাফোর্ডে ৬-২ গোলের জয়ে দুই লেগ মিলিয়ে ৮-৫ গোলের অগ্রগামিতায় ফাইনালে উঠেছে তারা।

ইতালিয়ান জায়ান্টদের জালে দুইবার বল পাঠিয়ে ৩৪ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসালেন কাভানি। তিন দশকেরও বেশি সময় পর প্রথম খেলোয়াড় হিসেবে কোনও ইউরোপিয়ান সেমিফাইনালের দুই লেগেই দুটি বা তার বেশি গোল করেছেন তিনি। এর আগে ১৯৮৫-৮৬ উয়েফা কাপে কেএসভি ভারেগেমের বিপক্ষে এই কীর্তি গড়েন কোলনের ক্লাউস আলোফস।

৩৪ বছর বয়সী কাভানি তার শেষ ১৫টি ইউরোপা লিগ ম্যাচে ১৬ গোল করেছেন। আর এই আসরে ১০ ম্যাচে গোল ১৫টি।

তিন বছর পর প্রথম কোনও বড় শিরোপা জয়ের পথে ম্যানইউর প্রতিপক্ষ ভিয়ারিয়াল। আগামী ২৬ মে পোল্যান্ডে স্প্যানিশদের মুখোমুখি হবে উলা গুনার সুলশারের দল।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ০৭ মে

Back to top button