রাজশাহী

রাজশাহীতে একদিনে সর্বনিম্ন করোনা শনাক্তের রেকর্ড

রাজশাহী, ১৭ অক্টোবর- বিগত পাঁচ মাসের মধ্যে রাজশাহী বিভাগে একদিনে সর্বনিম্ন করোনা রোগী শনাক্তের রেকর্ড হয়েছে।

শুক্রবার বিভাগে ১৩ জন করোনা রোগী শনাক্ত হয়। গত মে মাসের পর একদিনে রাজশাহী বিভাগে এটিই সর্বনিম্ন কোভিড-১৯ রোগী শনাক্তের রেকর্ড।

এর আগে গত ৯ অক্টোবর ১৪ জন শনাক্ত হয়েছিলেন।

শুক্রবার বিভাগের বগুড়ায় ৫ জন, নাটোরে ৪, পাবনায় ২ এবং রাজশাহী ও জয়পুরহাটে ১ জন করে শনাক্ত হন।

আরও পড়ুন: নওগাঁ-৬ আসনে উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে

শনিবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার বিভাগে ২৬ জন রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে বগুড়ায় ১১ জন, সিরাজগঞ্জে ৫, রাজশাহীতে ৪ এবং চাঁপাইনবাবগঞ্জে ছয়জন করোনামুক্ত হয়েছেন।

শুক্রবার বিভাগে নতুন কারও মৃত্যু হয়নি।

বিভাগে এ পর্যন্ত ৩১১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ২০ হাজার ৫০৬ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৮ হাজার ৯১২ জন। বিভাগজুড়ে এখন হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৪৬৬ জন।

সূত্র : যুগান্তর
এন এইচ, ১৭ অক্টোবর

Back to top button