বরগুনা

দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার পর ইউএনও করোনা পজিটিভ!

বরগুনা, ০২ মে– দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার ৯ দিন পরে করোনা শনাক্ত হয়েছে বরগুনার আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানের। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শে তার বাসভবনে বসে চিকিৎসা নিচ্ছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ২৩ এপ্রিল উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেন। টিকা নেওয়ার ৯ দিন পরে তার শরীরে করোনা উপসর্গ দেখা দিলে তিনি গত ২৮ এপ্রিল হাসপাতালে গিয়ে পুনরায় স্যাম্পল প্রদান করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জিন এক্সপাট মেশিন দ্বারা স্যাম্পল পরীক্ষা করার পর শনিবার (১ মে) বিকেলে তার করোনা পজিটিভ ধরা পড়ে। বর্তমানে তিনি চিকিৎসকদের পরামর্শে তার বাসভবনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল মুনয়েম সাদ মুঠোফোনে বলেন, উপজেলা নির্বাহী অফিসারের দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার ৯ দিন পরে করোনা পজিটিভ হলেন। তিনি আমাদের তত্ত্বাবধানে বাসায় চিকিৎসা নিচ্ছেন।

সূত্র: কালের কণ্ঠ
এম এন / ০২ মে

Back to top button