বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য, সুইডেন প্রবাসী গ্রেফতার
সিলেট, ৩০ এপ্রিল – ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় সিলেটের মেজরটিলা থেকে এক সুইডেন প্রবাসীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতের নাম খালেদ কুদ্দুস ওরফে আবু সায়েম (৪০)। তিনি জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের ইলাবাজ গ্রামের ইব্রাহিম আলীর পুত্র।শুক্রবার ভোর রাতে মেজরটিলার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, সুইডেন প্রবাসী খালেদ প্রবাসে থাকাকালে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি স্যোশাল মিডিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে আপত্তিকর ও অশালীন বিদ্বেষমূলক মন্তব্য করেন। এর প্রেক্ষিতে আজ ভোর রাতে গ্রেফতার তাকে করে র্যাব।পরবর্তীতে তাকে জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে কৃষকলীগ জকিগঞ্জ পৌর শাখার সভাপতি কামরুল ইসলাম ফারুকী মিন্টু বাদী হয়ে জকিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। জকিগঞ্জ থানার মামলা নং- ৩৩, তারিখ ৩০/০৪/২০২১।
সূত্র : সিলেটভিউ২৪
এন এইচ, ৩০ এপ্রিল