ঢালিউড

কাজটির কথা ভুলেই গিয়েছিলেন মিম

ঢাকা, ৩০ এপ্রিল – ফিল্মে ব্যস্ত হওয়ার পর নাটকে অভিনয় করছেন না বিদ্যা সিনহা মিম। তাও বেশ ক’বছর হলো। নতুন খবর হলো, ফের টিভি নাটকে দেখা যাবে এই অভিনেত্রীকে। ঈদের বিশেষ নাটক হিসেবে প্রচার হবে তার অভিনীত নাটক ‘দুষ্টু মিষ্টি প্রেম’। এতে তিনি অভিনয় করেছেন এফএস নাঈমের বিপরীতে। সালেহ আহমদের গল্পে নাটকটি রচনা ও পরিচালনা করেছেন তারিক মুহাম্মদ খান।

এমন খবরে মিম বলেন, ঈদে আমার অভিনীত নাটক প্রচার হবে এমন খবর জানতে অনেকেই ফোন দিয়েছেন। নতুন কাজের ব্যাপারেও এত ফোন পাইনি। ‘দুষ্টু মিষ্টি প্রেম’ নাটকটির কথা ঠিকমতো মনেও নেই। যতদূর মনে পড়ে, এটি রোমান্টিক প্রেমের গল্প। সম্ভবত সাত বছর আগে কাজ করেছিলাম। সেটি যে এত দিন প্রচার হয়নি, জানতাম না।

ঈদের ষষ্ঠ দিন নাগরিক টেলিভিশনে রাত ৯টায় প্রচার হবে নাটকটি। বর্তমান করোনা পরিস্থিতির কারণে শোবিজ অঙ্গনে বহু শিল্পীই কাজ বন্ধ রেখেছেন। সে তালিকায় রয়েছেন অভিনেত্রী মিমও। চলমান লকডাউন শুরুর আগে থেকেই তিনি শুটিং বন্ধ রেখেছেন। পরিবারের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে বাসায় অবস্থান করছেন। ঘরে থাকা এই সময়গুলোতে বসে নেই মিম। মনোযোগ দিয়েছেন শরীরচর্চায়।

পাশাপাশি নতুন কাজের পরিকল্পনা করছেন তিনি। লকডাউন শেষ হলেই একটি বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নেবেন। এটি ঈদে প্রচার হবে।

এন এইচ, ৩০ এপ্রিল

Back to top button