পশ্চিমবঙ্গ

বুথফেরত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, দেখে কী বললেন কৈলাস?

কলকাতা, ৩০ এপ্রিল – পশ্চিমবঙ্গে ৮ দফার ভোটগ্রহণ শেষে প্রকাশ্যে এসেছে ফল। তাতে তৃণমূলের ক্ষমতায় ফেরার ইঙ্গিত দিয়েছে প্রায় সমস্ত সমীক্ষা। বিজেপি ১২০টির কাছাকাছি আসন পেতে পারে বলে দাবি প্রায় সবার। তবে সমীক্ষকদের ভবিষ্যদ্বাণী মানতে রাজি নন বিজেপির পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। তাঁর পালটা দাবি, রাজ্যে ২০০-র কাছাকাছি আসন নিয়ে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি।

এদিন কৈলাস বলেন, ‘আমি গোটা পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জায়গায় ঘুরেছি। এখানে মানুষ অদ্ভূত একটা ভয়ের মধ্যে বাস করে। ফলে কেউ তৃণমূলের বিরুদ্ধে ভোট দিলে সরব হয়ে বলবে এমনটা বিশ্বাস করি না। তা সে বিজেপিকে ভোট দিয়ে থাকুক বা সিপিএম – কংগ্রেসকে। এখানে মানুষ বিরোধীদের ভোট দিয়েছি বলার আগে ডান-দিকে বাঁ-দিকে তাকিয়ে একবার দেখে নেয়।’

কৈলাসের দাবি, ‘তৃণমূলের ভোটাররা সমীক্ষকদের উৎসাহী হয়ে নির্ভয়ে তাদের পছন্দ জানাতে পেরেছেন। কিন্তু বিরোধী ভোটাররা পারেননি।’ তিনি বলেন, ‘আমি হলফ করে বলতে পারি, বিজেপি পশ্চিমবঙ্গে ২০০-র কাছাকাছি আসন নিয়ে ক্ষমতায় আসতে চলেছে।’

বৃহস্পতিবার অষ্টম দফার ভোটগ্রহণ শেষে প্রকাশ্যে এসেছে বুথফেরত সমীক্ষা। তাতে কয়েকটি সমীক্ষা বাদ দিলে বাকি সবাই সরকার গঠনের দৌড়ে এগিয়ে রেখেছে তৃণমূলকে। তবে তারা সামান্য সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে বলে অনুমান করা হচ্ছে।

সূত্র : হিন্দুস্থান টাইমস
এন এ/ ৩০ এপ্রিল

Back to top button