নওগাঁ

নওগাঁ-৬ আসনে উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে

নওগাঁ, ১৭ অক্টোবর- নওগাঁ-৬ আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট চলছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে ভোট শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত। ভোট হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশে ভোট চলছে। এখন পর্যন্ত কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটকেন্দ্র ও ভোটারদের নিরাপত্তার জন্য পুলিশ, র‌্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে।’

রাণীনগন ও আত্রাই উপজেলা নিয়ে গঠিত এই নির্বাচনী এলাকায় মোট ভোটার ৩ লাখ ৬ হাজার ৭২৫ জন। ১০৪টি কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে।

নির্বাচনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই তিনজন হলেন, আওয়ামী লীগের প্রার্থী আনোয়ার হোসেন, বিএনপির শেখ রেজাউল ইসলাম ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী ইন্তেখাব আলম।

আরও পড়ুন: নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরায় ৩ জেলেকে কারাদণ্ড

সকাল ৯টায় রাণীনগর পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগের প্রার্থী আনোয়ার হোসেন। ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আমি।’

বিএনপির প্রার্থী শেখ রেজাউল ইসলাম ভোট দেন আত্রাই উপজেলার আহসানগঞ্জ উচ্চবিদ্যালয় কেন্দ্রে।

শেখ রেজাউল ইসলাম অভিযোগ করে বলেন, ‘ভোট শুরুর পর থেকে বিভিন্ন এলাকা থেকে অভিযোগ আসছে বিএনপির সমর্থক ও সাধারণ ভোটারদের ভোটকেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। এছাড়া, গতকাল শুক্রবার রাতে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট কেন্দ্রে না আসার হুমকি দিয়ে এসেছেন আওয়ামী লীগ প্রার্থীর লোকজন।’

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ১৭ অক্টোবর

Back to top button