ময়মনসিংহ

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

ময়মনসিংহ, ২৮ এপ্রিল – ময়মনসিংহ-নেত্রকোনার আঞ্চলিক মহাসড়কের খিচা নামক স্থানে ট্রাক সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতেরা হলেন- নেত্রকোনার দুর্গাপুরের শহীদ মিয়া (৩৩), খলিল মিয়া (৩২) এবং মাসুম (৩৬)। মাসুম ঘটনাস্থলেই নিহত হন। আর বাকি দুজনকে হাসপাতালে নেওয়ার পর তাঁদের মৃত্যু হয়।

ময়মনসিংহ তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ও শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক সফিউর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

ওসি আবুল খায়ের বলেন, ‘নিহতেরা নেত্রকোনা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে ময়মনসিংহ আসছিলেন। এ সময় নেত্রকোনাগামী একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে তারাকান্দা থানা ও নেত্রকোনা জেলার শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যেরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন। তাঁদের মধ্যে চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর শহীদ মিয়া ও খলিল মিয়া মারা যান।’

শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ি ট্রাকটি জব্দ করেছে। তবে পালিয়ে গেছেন চালক।

সূত্র : এনটিভি
এন এইচ, ২৮ এপ্রিল

Back to top button