রাশিয়ার টিকা ‘স্পুটনিক ফাইভ’ জরুরি অনুমোদনের সুপারিশ
ঢাকা, ২৭ এপ্রিল – করোনাভাইরাস প্রতিরোধী রাশিয়ার উদ্ভাবিত স্পুতনিক-ফাইভ টিকান জরুরি ব্যবহারে অনুমোদনের সুপারিশ করেছে বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তরের জাতীয় কমিটি। মঙ্গলবার (২৭ এপ্রিল) জরুরি বৈঠকে এ সুপারিশ করা হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মাহবুবুর রহমান। ফর্মুলা গোপন রাখার শর্তে রাশিয়ার স্পুৎনিক টিকা বাংলাদেশে উৎপাদনের জন্য আগেই সমঝোতা চুক্তি করেছে বাংলাদেশ ও রাশিয়ান ফেডারেশন।
এর আগে গত শুক্রবার (২৩ এপ্রিল) পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন জানান, রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক-৫ দেশেই উৎপাদনের জন্য মস্কো-ঢাকা সম্মত হয়েছে। চলছে চীনা ভ্যাকসিন আনার আলাপ-আলোচনাও। তিনি বলেন, দেশে টিকা উৎপাদন করতে রাশিয়ার প্রস্তাবে আমরা একমত হয়েছি। কারণ আমরা সেটা তৃতীয় দেশেও বিক্রি করতে পারব।
ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) অনুমোদন দিলে এবং যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, ফ্রান্স ও সুইজারল্যান্ড—এই সাত দেশে ব্যবহারের অনুমোদন থাকলে সেসব ওষুধ, টিকা বা চিকিৎসাসামগ্রী বাংলাদেশে অনুমোদন দেওয়া হয়। ধরে নেওয়া হয় বৈজ্ঞানিকভাবে কার্যকর ও নিরাপদ বলেই এসব ওষুধ ও টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওই দেশগুলো অনুমোদন দেয়। কিন্তু রাশিয়ার টিকাটি ওই সব দেশ বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন এখনো পায়নি। সে কারণে টিকাটির বিশেষ অনুমোদন দরকার ছিল।
সূত্র : বিডি২৪লাইভ
এন এইচ, ২৭ এপ্রিল