জাতীয়

খালেদা জিয়ার স্বাস্থ্য উন্নতির পথে: চিকিৎসক

ঢাকা, ২৭ এপ্রিল – করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অনেকটাই ভালো আছেন। করোনায় আক্রান্ত হলেও এখন ঝুঁকিমুক্ত তিনি।

দ্বিতীয় দফা পরীক্ষায় ফলাফল পজিটিভ আসলেও শিগগিরই তার রেজাল্ট নেগেটিভ আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তার চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন। সোমবার দেশ এ আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, বাসায় অন্য যারা আক্রান্ত হয়েছেন তারাও ভালো আছেন।

এদিকে সোমবার দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগমীর বলেন, ‘করোনাভাইরাসে আক্রান্ত খালেদা জিয়ার শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে। যদিও তার দ্বিতীয় দফা করোনা পরীক্ষার রিপোর্ট ‘পজিটিভ’ এসেছে। তবে, তার চিকিৎসকেরা আশা করছেন, শিগগিরই করোনা নেগেটিভ হবেন তিনি।’

বিএনপি মহাসচিব বলেন, ‘শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয়েছিল। সেখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চেয়ারপাসন খালেদা জিয়ার সর্বশেষ স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে সদস্যদের অবহিত করেন।’

খালেদা জিয়ার সঙ্গে যারা করোনা আক্রান্ত হয়েছেন, তারা সবাই বাসায় আছেন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘তাদের শারীরিক অবস্থাও ভালো। সবাই করোনা নেগেটিভ হয়েছেন। ম্যাডামসহ ৪ জন এখনো করোনা পজিটিভ।’

গত ১১ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হন খালেদা জিয়া। এর ১৬ দিন পর বিএনপি চেয়ারপারসনের করোনার দ্বিতীয় পরীক্ষার রিপোর্টও ‘পজিটিভ’ আসে। গত শনিবার (২৪ এপ্রিল) রাত ১টার দিকে গণমাধ্যমকে বেগম জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল টিমের প্রধান অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী জানান, খালেদা জিয়ার দ্বিতীয় পরীক্ষার রিপোর্টও ‘পজিটিভ’ এসেছে। তবে তার শারীরিক অবস্থা ভালো। ফুসফুসে কোনো জটিলতা নেই।

আগামী ৫-৬ দিন পর খালেদা জিয়ার তৃতীয় দফায় কোভিড টেস্টের ফলাফল ‘নেগেটিভ’ আসবে এবং তিনি করোনামুক্ত হবেন বলেও আশা প্রকাশ করেন ডা. এফ এম সিদ্দিকী।

তার চিকিৎসায় গঠিত এই মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে খালেদা জিয়ার ডায়াবেটিকসহ অন্যান্য রোগও নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানিয়েছেন তার চিকিৎসকেরা।

সূত্র : দেশ রূপান্তর
এন এইচ, ২৭ এপ্রিল

Back to top button