দক্ষিণ এশিয়া

ভারতে একদিনে রেকর্ড মৃত্যু ২৮১২, শনাক্ত সাড়ে ৩ লাখের বেশি

নয়াদিল্লী, ২৬ এপ্রিল – করোনা ভাইরাসে ভারতে গত ২৪ ঘণ্টায় ২৮১২ জনের মৃত্যু হয়েছে। এটিই দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যু।

এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়ায় ১ লাখ ৯৫ হাজার ১২৩ জনে। এর আগে ২৫ এপ্রিল করোনায় দেশটিতে ২৭৬৭ জনের মৃত্যু হয়।

সোমবার (২৬ এপ্রিল) দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয় এ তথ্য জানায়। খবর হিন্দুস্তান টাইমসের।

খবরে বলা হয়, এদিন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৩ লাখ ৫২ হাজার ৯৯১ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হয়েছে ১ কোটি ৭৩ লাখ ১৩ হাজার ১৬৩ জন।

ভারতে করোনা আক্রান্তের হার এবং মৃত্যু প্রতিদিনই আগের দিনের চেয়ে বাড়ছে। এরমধ্যে দেশটিতে দেখা দিয়েছে তীব্র অক্সিজেন সংকট। ফলে করোনা প্রতিরোধে নানামুখী চ্যালেঞ্জ সামলাতে হচ্ছে ভারতকে।

সূত্র : বাংলানিউজ
এন এইচ, ২৬ এপ্রিল

Back to top button