জাতীয়

কাল থেকে করোনার প্রথম ডোজ টিকা দেওয়া বন্ধ

ঢাকা, ২৫ এপ্রিল – সোমবার (২৬ এপ্রিল) থেকে করোনা টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ থাকবে।

রোববার (২৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের এক কর্মকর্তা বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রথম ডোজের টিকা এখন আর দেওয়া হবে না।

এর আগে আজ সকালে বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার খুরশীদ আলম জানিয়েছিলেন, মে মাসের শুরুতেই প্রায় ২১ লাখ টিকা আসছে দেশে।

তিনি বলেন, এই ২১ লাখ টিকার মধ্যে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস আগামী মাসের প্রথম সপ্তাহে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ টিকা দিচ্ছে। এ ছাড়া কোভ্যাক্স থেকে ফাইজারের উৎপাদিত ১ লাখ টিকা পাওয়া যাবে।

সূত্র : বার্তা২৪
এন এইচ, ২৫ এপ্রিল

Back to top button