পশ্চিমবঙ্গ

পশ্চিমবঙ্গের সভা বাতিল করলেন অমিত শাহ

কলকাতা, ২৫ এপ্রিল – পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। আর সেই আবহে আজ বীরভূমের রামপুরহাট, মুর্শিদাবাদের বেলডাঙা এবং কলকাতার মানিকতলায় নিজের সভা বাতিল করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সাথে বিজেপির তরফ থেকে জানিয়ে দেওয়া হলো শেষ দু’ফার ভোটগ্রহণের আগে অমিত আর কোনও সভা করা হবে না।

গত ২২ এপ্রিল সন্ধ্যা থেকে পশ্চিমবঙ্গে আর রোড-শো করা যাবে না বলে নির্দেশ দেয় নির্বাচন কমিশন। এর পরে সব রোড-শো-র সূচি বদলে জনসভা করা হয়।

কমিশনের নির্দেশের আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়াল সভা করবেন বলে জানায় বিজেপি। সেই ভার্চুয়াল বক্তৃতা শোনার জন্য যে ক’টি সভা হয়, তার সর্বত্রই সর্বোচ্চ ৫০০ জনের বসার ব্যবস্থা করে রাজ্য বিজেপি। দলের এক রাজ্য নেতা জানিয়েছেন, ভার্চুয়াল বক্তৃতার জন্য ছোট সভার আয়োজন ও ভিড় নিয়ন্ত্রণ করা গেলেও অমিতের মতো মুখ কোনো সভায় গেলে সেখানে ভিড় সামলানো মুশকিল হতে পারে। এটা ভেবেই সূচি বাতিলের সিদ্ধান্ত।

ইতিমধ্যেই মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জির শারীরিক উপস্থিতিতে হবে এমন সব ঘোষিত জনসভা বাতিল করা হয়েছে। তার মূল কারণই হলা- ভিড় যেন না হয়।

সূত্র : বিডি প্রতিদিন
এন এইচ, ২৫ এপ্রিল

Back to top button