অক্সিজেন সরবরাহে কেউ বাধা দিলে ফাঁসি দেব: দিল্লি হাইকোর্ট
নয়াদিল্লী, ২৫ এপ্রিল – অক্সিজেন সরবরাহের কাজে কেউ বাধা দিলে তার শাস্তি হবে ফাঁসি। দিল্লির এক আদালতের তরফ থেকে এমনটাই বলা হয়েছে শনিবার। ওই আদালতের বিচারকরা এক শুনানি চলাকালে বলেন, কেন্দ্রীয়, রাজ্য বা স্থানীয় প্রশাসনের যে কোনো স্তরের কেউ যদি অক্সিজেন পরিবহণ বা সরবরাহের কাজে বাধা দেয়, তাহলে আমরা তাকে ফাঁসির শাস্তি দেব।
দিল্লির মহারাজা আগ্রাসেন হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্তদের বাঁচাতে অবিলম্বে অক্সিজেন চেয়ে আর্জি করেছিল ওই হাসপাতাল। এ মামলার শুনানিকালে বিচারপতি বিপিন সাংঘি এবং বিচারপতি রেখা পাল্লি পর্যবেক্ষণের পর এমন মন্তব্য করেন।
আদালত সংশ্লিষ্ট রাজ্য সরকারকে অবিলম্বে হাসপাতালে অক্সিজেন পৌঁছনোর ব্যবস্থা করার নির্দেশ দেন। যারা অক্সিজেন সরবরাহে বাধা দেয় তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই বলে জানিয়েছেন আদালত। আদালতে বলেন, এমন কাজে যারা জড়িত তাদের কাউকেই আমরা রেহাই দেব না।
গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৬ হাজার ৭৮৬ জন। মৃত্যু হয়েছে ২ হাজার ৬২৪ জনের। দেশটির হাসপাতালগুলোতে অক্সিজেন সংকটে মৃত্যু বেড়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরভিন্দ কেজরিওয়াল তার দেশের বিভিন্ন রাজ্যে জরুরিভিত্তিতে অক্সিজেন সহায়তা চেয়ে চিঠি পাঠিয়েছেন।
সূত্র : সারাবাংলা
এন এইচ, ২৫ এপ্রিল