নাটক

চলে গেলেন তবিবুল ইসলাম বাবু

ঢাকা, ২৫ এপ্রিল – নাট্যদল ‘নাট্যজন’ এর সভাপতি ও গ্রুপ থিয়েটার আন্দোলনের অন্যতম পুরোধা তবিবুল ইসলাম বাবু মারা গেছেন।

শুক্রবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বাংলাদেশে গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজিদ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, দীর্ঘ সময় মঞ্চে কাজ করেছেন তবিবুল ইসলাম বাবু। মঞ্চজীবনে পেয়েছেন অনেক সম্মান।

এন এইচ, ২৫ এপ্রিল

Back to top button