জাতীয়
হেফাজতের নায়েবে আমির আবদুল হামিদের ২ ছেলে গ্রেপ্তার
মুন্সিগঞ্জ, ২৫ এপ্রিল – মুন্সীগঞ্জের সিরাজদিখানে হেফাজত নেতা মোহাম্মদ আতাউল্লাহ (৩৪) ও মোহাম্মদ উল্লাহকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে মোহাম্মদ আতাউল্লাহকে বরিশাল এবং মোহাম্মদ উল্লাহকে বাগেরহাট জেলা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত দুজনেই হেফাজত ইসলামের নায়েবে আমির আ. হামিদ পীর সাহেব মধুপুরের ছেলে।
মুন্সিগঞ্জ পুলিশ সুপার আবদুল মোমেন বলেন, গত ২৮ মার্চ হেফাজতের ডাকা হরতালের দিন হেফাজত ইসলামের ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও সিরাজদিখান থানার সাবেক ওসি এস এম জালাল উদ্দিনের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়। সে ঘটনায় পৃথক ১০টি মামলা করা হয়। গ্রেপ্তার দুজন অধিকাংশ মামলার আসামি। মোহাম্মদ উল্লাহ পুলিশি হেফাজতে রয়েছে। মোহাম্মদ আতাউল্লাহকে বরিশাল থেকে আনা হচ্ছে।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ২৫ এপ্রিল