পশ্চিমবঙ্গ

মালদায় মিঠুনের সভায় বিপুল জনসমাগম, আয়োজকদের বিরুদ্ধে FIR-এর নির্দেশ কমিশনের

কলকাতা, ২৪ এপ্রিল – মালদার বৈষ্ণবনগরে করোনাবিধি ভেঙে ভিড় উপচে পড়ল মিঠুনের জনসভায়। যার জেরে ওই সভার উদ্যোক্তাদের বিরুদ্ধে FIR করার নির্দেশ দিয়েছে কমিশন। বিজেপি ও মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে পদক্ষেপের দাবিতে কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল।

তৃণমূলের দাবি, শনিবার মালদার বৈষ্ণবনগরে মিঠুনের জনসভায় ভিড় ছিল ৫০০-র বেশি। তার ওপরে মানা হয়নি করোনাবিধি। যার ফলে একযোগে নির্বাচনবিধি ও করোনাবিধি ভেঙেছে বিজেপি।

একই অভিযোগ উঠেছে দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডিতে দিলীপ ঘোষের সভা নিয়ে। সেখানেও তিনি নির্ধারিত সংখ্যার বেশি ভিড় নিয়ে জনসভা করেছেন বলে অভিযোগ তৃণমূলের।

তৃণমূলের দাবি, কমিশনের নির্দেশ না মানায় মিঠুন চক্রবর্তী, দিলীপ ঘোষ ও বিজেপির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। প্রত্যাহার করতে হবে তাঁদের সমস্ত সভার অনুমতি।

তৃণমূলের অভিযোগ পেয়ে বৈষ্ণবনগরে বিজেপির সভার আয়োজকদের বিরুদ্ধে FIR করার নির্দেশ দিয়েছেন জেলাশাসক।

ওদিকে বিজেপির সভার নিন্দা করে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন। তিনি লেখেন, শকুনরা এখনো নির্বাচনী সভা করে চলেছে। কমিশনের দেখা উচিত। এখনো ২টো দফা বাকি।

সূত্র : হিন্দুস্থান টাইমস
এন এ/ ২৪ এপ্রিল

Back to top button