দক্ষিণ এশিয়া

ভারতে ২৪ ঘণ্টায় ৩.৪৬ লাখের করোনা শনাক্ত, ২,৬০০ জনের মৃত্যু

নয়াদিল্লী, ২৪ এপ্রিল – ভারতে একদিনে মহামারী করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুতে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৩ লাখ ৪৬ হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে তিনদিনেই দেশটিতে করোনা সংক্রমণ পৌঁছেছে ১০ লাখের (৯.৯৪ লাখ) কাছাকাছি।

আজ শনিবার প্রকাশিত তথ্য অনুযায়ী, এর আগের ২৪ ঘণ্টায় ভারতের করোনা সংক্রমণের কারণে প্রাণ হারিয়েছে ২,৬০০ জন। গত চার দিন ধরেই ভারতে করোনা সংক্রমিত হয়ে মৃত্যুর সংখ্যা ২০০০ এর বেশি।

সারা বিশ্বে করোনা সংক্রমণের ৩৭ শতাংশই এখন ভারতে। একসময় করোনা সংক্রমণে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ ভারতের চেয়ে অনেক কম। দেশটিতে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছে ৬২ হাজার ৬৪২ জন এবং ব্রাজিলে ৭৯ হাজার ৭১৯ জন।

সূত্র : বিডি প্রতিদিন
এন এইচ, ২৪ এপ্রিল

Back to top button