মুসা ম্যানশন ও গোডাউন মালিকের বিরুদ্ধে মামলা
ঢাকা, ২৪ এপ্রিল – রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলা এলাকায় হাজী মুসা ম্যানশনের অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনের মালিক মোস্তাক আহমেদসহ ৭ থেকে ৮ জনের নামোল্লেখ করে বংশাল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২৩ এপ্রিল) রাতে মামলাটি দায়ের করা হয়।
পুলিশ বাদী হয়ে এই মামলা করেছে বলে এ তথ্য নিশ্চিত করেছেন বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিন ফকির।
তিনি বলেন, ‘ভবনের মালিক মোস্তাক আহমেদসহ ৭ থেকে ৮ জনের নামোল্লেখ করে আরও ১৫ থেকে ২০ জন অজ্ঞাতনামা আসামি করে মামলাটি দায়ের করা হয়। অবহেলা জনিত মৃত্যু ও অবৈধ রাসায়নিক দ্রব্য রাখার দায়ে হাজী মুসা ম্যানশনের মালিক মোস্তাক আহমেদ এবং সেখানে থাকা কেমিক্যাল গোডাউন ও খুচরা ব্যবসায়ীদের নামোল্লেখ করে মামলাটি দায়ের করা হয়। এ ঘটনায় আসামিদের ধরতে অভিযান পরিচালিত হচ্ছে। সব বিষয় মাথায় রেখেই আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি।’
শাহিন ফকির আরও বলেন, ‘আমরা অপেক্ষা করছিলাম নিহতের স্বজন কেউ থানায় মামলা করতে আসেন কিনা। তারা কেউ আসতে অপারগতা প্রকাশ করায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেছে।’
প্রসঙ্গত, শুক্রবার ভোরে আরমানিটোলা এলাকার হাজী মুসা ম্যানশনের নিচতলায় কেমিক্যাল গোডাউনে লাগা আগুনে দগ্ধ হয়ে ভবনের কেয়ারটেকারসহ ৪ জন মৃত্যুবরণ করেন। এ ছাড়া ২১ জন আহত হয়ে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক ইন্সটিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।
সূত্র : বাংলা ট্রিবিউন
এন এইচ, ২৪ এপ্রিল