ক্রিকেট

অবশেষে উইকেটের দেখা পেলো বাংলাদেশ

কলম্বো, ২৩ এপ্রিল – পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ৭ উইকেট হারিয়ে ৫৪১ রান করে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। শেষ পর্যন্ত মুশফিকুর রহিম ৬৮ রানে অপরাজিত ছিলেন। ৬ রান নিয়ে তাঁর সঙ্গী ছিলেন তাসকিন আহমেদ।

বাংলাদেশের করা বড় রানের জবাবে বেশ ভালোই জবাব দিচ্ছিলো শ্রীলঙ্কা। তারা বিনা উইকেটে ১১ রান করে গিয়েছিল মধ্যাহ্নভোজের বিরতিতে। বিরতি থেকে ফিরে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছিলে লঙ্কান ওপেনার লাহিরু থিরামান্নে। এরপর বেশ কয়েকবার সুযোগ সৃষ্টি করলেও লঙ্কানদের ওপেনিং জুটিতে ভাঙন ধরাতে পারছিলো না বাংলাদেশ।

শুরু থেকেই বল হাতে দারুণ ছন্দে ছিলে বাংলাদেশের বোলাররা। পেসার তাসকিন আহমেদ তাঁর প্রথম তিন ওভারই নিয়েছেন মেডেন। তাঁর বলে থিরামান্নেকে এলবিডব্লিউ দিয়েছিলেন আম্পায়ার ধর্মসেনা। যদিও রিভিউ নিয়ে বেঁচে যান এই লঙ্কান ওপেনার। টিভি রিপ্লেতে দেখা গেছে বল অফ স্টাম্পের একটু বাইরে দিয়ে চলে গেছে। উইকেটের জন্য বাংলাদেশের অপেক্ষা আর বড় হতে দেননি মেহেদী হাসান মিরাজ। তিনি চা বিরিতির ঠিক আগে থিরামান্নেকে এলবিডব্লিউ করে ফিরিয়েছেন। এই ওপেনার ফিরেছেন ১২৫ বলে ৫৮ রান করে। তাঁর ইনিংসটি ছিল ৮টি চারে সাজানো।

এর আগে আলোকস্বল্পতার কারণে পাল্লেকেলে টেস্টের দ্বিতীয় দিনের শেষ বিকেলে ভেস্তে যায় প্রায় ৩০ ওভার। এর ফলে তৃতীয় দিনের খেলা নির্ধারিত সময়ের বেশ আগে শুরু হয়।

মূলত নাজমুল হোসেন শান্তর ১৬৩, মুমিনুল হকের ১২৭ এবং তামিম ইকবালের ৯০ রানের ওপর ভর করে বাংলাদেশ দ্বিতীয় দিন শেষ করে ৪ উইকেট হারিয়ে ৪৭৪ রান নিয়ে। মুশফিকুর রহিম ৪৩ ও লিটন দাস ২৫ রান নিয়ে অপরাজিত ছিলেন। তৃতীয় দিনের শুরু থেকেই হাত খুলে খেলতে থাকেন দুই অপরাজিত ব্যাটসম্যান মুশফিক ও লিটন। ১২১ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন মুশফিক। লিটন দাসও হাফ সেঞ্চুরি পেয়েছেন ৬৬ বল খেলে। হাফ সেঞ্চুরি তুলে নেয়ার ঠিক পরেই বিশ্ব ফার্নান্দোর করা অফ স্টাম্পের বাইরে বলে খোঁচা দিয়ে আউট হয়েছেন লিটন।

এরপর মুশফিককে সঙ্গ দিতে আসেন মেহেদী হাসান মিরাজ। এর আগে দুইবার রিভিউয়ের কারণে বাঁচলেও তৃতীয়বার অফ স্টাম্পের বাইরের বলে শট খেলতে গিয়ে আউট হন মিরাজও। তিনি ৩ রান করে সুরাঙ্গা লাকমলের বলে ক্যাচ দিয়েছেন নিরোশান ডিকওয়েলার হাতে। বেশিক্ষণ টিকতে পারেননি তাইজুল ইসলামও। তিনি ফেরেন মাত্র ২ রান করে ফার্নান্দোর শিকার হয়ে।

সূত্র : পূর্বপশ্চিমবিডি
এন এইচ, ২৩ এপ্রিল

Back to top button