গোপালপুরে ফের খাদ্যবান্ধব কর্মসূচির ৭৬ বস্তা চাল জব্দ
টাঙ্গাইল, ২৩ এপ্রিল – গোপালপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির আরও ৭৬ বস্তা চাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার হাদিরা ইউনিয়নের চাতুটিয়ার মধ্যপাড়ার লাল মিয়ার বাড়ি থেকে চালের বস্তাগুলো জব্দ করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক বলেন, দুজন ব্যক্তি খাদ্যবান্ধব কর্মসূচির এসব চাল কিনে লাল মিয়ার বাড়িতে লুকিয়ে রাখেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চালগুলো উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করা যায়নি।
চাল উদ্ধারের ঘটনায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বাদী হয়ে কয়েকজনের বিরুদ্ধে নিয়মিত মামলা করবেন বলে তিনি জানান।
ইউএনও আরও বলেন, গত মঙ্গলবার উপজেলার আলমনগর মধ্যপাড়ায় চাল ব্যবসায়ী আব্দুল কদ্দুসের বাড়িতে অভিযান চালিয়ে ৬০ বস্তা চাল জব্দ করা হয়।
এদিকে গত মঙ্গলবার (২০ এপ্রিল) উপজেলার আলমনগর মধ্যপাড়া গ্রামের চাল ব্যবসায়ী আব্দুল কদ্দুসের বাড়ীতে অভিযান চালিয়ে দশ টাকা কেজি দরের ৩০ কেজি ওজনের ৬০ বস্তা অবৈধ চাল জব্দ করা হয়। এ ব্যাপারে গোপালপুর থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে চাল ব্যবসায়ী কদ্দুস পালিয়ে যায়।
অবৈধ কয়লা চুল্লি গুঁড়িয়ে দিয়ে লাখ টাকা জরিমানা
ওদিকে ঘাটাইলে অবৈধভাবে গড়ে ওঠা কয়লা চুল্লি গুঁড়িয়ে দিয়ে ভ্রাম্যমাণ আদালত ১ লাখ টাকা জরিমানা করেছে।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) উপজেলার ব্রাহ্মণশাসন এলাকায় অবৈধভাবে স্থাপিত কয়লার চুল্লিতে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্টেট ও উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার এ অভিযান পরিচালনা করেন।
এতে ওই কয়লার চুল্লির মালিক লিটন ও বাবুল সাহাকে পৃথকভাবে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্টেট ও উপজেলা নির্বাহী অফিসার।
ইউএনও অঞ্জন কুমার সরকার বলেন, অবৈধ এ চুল্লিটি স্থাপনের জন্য জায়গা দিয়েছে লিটন নামে স্থানীয় ব্যক্তি।
অর্থ বিনিয়োগ করছে হামিদপুরের ব্যবসায়ী বাবুল সাহা। ফলে পরিবেশ সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় উভয়কে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সে সময় ৪টি চুল্লি গুঁড়িয়ে দেয় ভ্রাম্যমাণ আদালত।
সূত্র : মানবজমিন
এন এইচ, ২৩ এপ্রিল