শিরোপার আরো কাছে ম্যানসিটি
ইউরোপিয়ান সুপার লিগের বিতর্কে জড়াতে চাননি জিনেদিন জিদান। দলটিকেও এর বাইরে রেখেছেন যে পরশু তা বোঝা গেল মাঠে। করিম বেনজিমার জোড়া গোলে এদিন কাদিজের মাঠে ৩-০ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ।
ইংল্যান্ডে শিরোপার পথে আরো এক ধাপ এগিয়েছে ম্যানচেস্টার সিটি। অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ১১ পয়েন্টের ব্যবধান গড়ে নিয়েছে তারা। ইতালিতে শিরোপা লড়াইয়ে পিছিয়ে পড়া জুভেন্টাসও পরশু জিতেছে। অ্যালেক্স সান্দ্রোর জোড়া গোলে এদিন ৩-১ ব্যবধানে হারিয়েছে তারা পারমাকে। শীর্ষে থাকা ইন্টার মিলান ১-১ গোলে ড্র করেছে স্পেিজয়ার সঙ্গে। কাদিজের মাঠে প্রথমার্ধের শেষ ১৫ মিনিটে ৩ গোল করে ম্যাচ নিজেদের করে নেয় রিয়াল।
বেনজিমার প্রথম গোলটি পেনাল্টি থেকে, পরেরটি হেডে আর এর মধ্যে ওরদিওজোলার গোলেও তাঁর অ্যাসিস্ট। ভিলা পার্কে শুরুতে পিছিয়ে পড়েও জিতেছে সিটি। ফিল ফোডেন সমতায় ফেরানোর পর রোদ্রি করেছেন জয়সূচক গোল।
সূত্র : কালের কণ্ঠ
এন এইচ, ২৩ এপ্রিল