দক্ষিণ এশিয়া
ভারতে করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডে ১২ রোগীর মৃত্যু
মুম্বাই, ২৩ এপ্রিল – ভারতের মহারাষ্ট্রে আবারও করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১২ রোগীর মৃত্যু হয়েছে।
মুম্বাইয়ের ভাণ্ডুপের পর এবার পালঘরে কোভিড হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। ওই হাসপাতালের আইসিইউ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত।
এতে ১২ জনের মৃত্যু হলেও বাকি রোগীদের নিকটবর্তী হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সূত্র : বিডি প্রতিদিন
এন এইচ, ২৩ এপ্রিল