জাতীয়

বিএনপি নেতা সোহেল ও তার পরিবার করোনামুক্ত হয়েছেন

ঢাকা, ২৩ এপ্রিল – সপরিবারে করোনাভাইরাস মুক্ত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগরের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাতে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা সর্দার নুরুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল সপরিবারে করোনা আক্রান্ত হয়েছিলেন। বৃহস্পতিবার তাদের রিপোর্ট নেগেটিভ এসেছে। সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

সূত্র : জাগো নিউজ
এন এইচ, ২৩ এপ্রিল

Back to top button