পশ্চিমবঙ্গ

করোনা আক্রান্ত দিলীপ ঘোষ, প্রবল জ্বর নিয়ে ভর্তি সল্টলেক আমরি হাসপাতালে

কলকাতা, ১৭ অক্টোবর – করোনা আক্রান্ত দিলীপ ঘোষ। গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। কিন্তু ক্রমশ শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে তাঁর। শরীরে জ্বরও ছিল। এরপরেই দিলীপ ঘোষের করোনা পরীক্ষা করা হয়।

আজ শুক্রবার বিজেপি রাজ্য সভাপতির কোভিড-১৯ টেস্ট রিপোর্ট পজিটিভ আসে। এরপরেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে সল্টলেকের আমরি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যাচ্ছে, ইতিমধ্যে দিলীপ ঘোষের চিকিৎসায় তৈরি করা হয়েছে একটি মেডিক্যাল টিম। নজর রাখা হচ্ছে তাঁর শারীরিক অবস্থার দিকে। কিন্তু ১০২ জ্বর রয়েছে দিলীপ ঘোষের। সেটাই ভাবাচ্ছে ডাক্তারদের। যদিও ইতিমধ্যে এইচডিইউ-তে চিকিৎসাধীন রয়েছেন দিলীপবাবু।

গত কয়েকমাসে বঙ্গ বিজেপির একাধিক শীর্ষ নেতা-নেত্রী করোনাতে আক্রান্ত হয়েছে। অগ্নিমিত্রা পল, অনুপম হাজরা সহ একাধিক বিজেপি শীর্ষ নেতা আক্রান্ত হয়েছেন। গত কয়েকদিন আগে নবান্ন অভিযানে অংশ নেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। এরপর তিনিও করোনাতে আক্রান্ত হন। বর্তমানে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তিনি। এরপরেই দিলীপ ঘোষের অসুস্থতার খবর সামনে আসে।

যদিও সেই সময় জানানো হয় যে করোনা নয়, অন্য কোনও সমস্যায় ভুগছেন দিলীপ ঘোষ। কিন্তু এরপর থেকেই দিলীপ ঘোষের শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে বলে খবর। এরপর করোনার পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে বলে খবর।

আরও পড়ুন : উৎসবের মরশুমে আরও এক খুশির খবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা

অন্যদিকে, বাংলায় দৈনিক সংক্রমণ নিজেই নিজের রেকর্ড ভাঙ্গছে৷ অন্যদিকে কমছে সুস্থতার হার৷ উৎসবের মুখে করোনা উর্ধগতিতে চিন্তা বাড়ছে স্বাস্থ্য ভবনে৷ অন্যদিকে পুজোর কেনাকাটায় দোকানগুলিতে একসাথে ভিড় না করার আবেদন জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর৷

শুক্রবার রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে সর্বোচ্চ আক্রান্ত ৩,৭৭১ জন৷ বৃহস্পতিবার ছিল ৩,৭২০ জন৷ সব মিলিয়ে বঙ্গে আক্রান্ত ৩ লক্ষ ১৩ হাজার ১৮৮ জন৷ গত ২৪ ঘন্টায় ৬১ জনের মৃত্যু হয়েছে৷ বৃহস্পতিবার ছিল ৬১ জন৷ বুধবার ৬৪ জন৷ তবে এই পর্যন্ত রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ৫,৯৩১ জন৷ সংখ্যাটা ৬ হাজারের দোরগোড়ায়৷

পাশাপাশি প্রতিদিনই বাড়ছে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা৷ এদিনের পরিসংখ্যান অনুযায়ী,৩২ হাজার ৫০০ জন৷ বৃহস্পতিবারের তুলনায় ৫১৬ জন বেশি৷ যা একদিনে নতুন রের্ডক৷ এক সময় অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা কমতে কমতে ২৩ হাজারে নেমে এসেছিল৷

এদিনও নতুন আক্রান্তের তুলনায় সুস্থ হয়ে উঠার সংখ্যাটা কম৷ একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩,১৯৪ জন৷ বৃহস্পতিবার ছিল ৩,১৭৯ জন৷ সব মিলিয়ে সুস্থ হয়ে উঠার সংখ্যাটা ২ লক্ষ ৭৪ হাজার ৭৫৭ জন৷ সুস্থতার হার কমে ৮৭.৭৩ শতাংশ৷ বৃহস্পতিবার ছিল ৮৭.৭৭ শতাংশ৷

সুত্র : কলকাতা ২৪x৭
এন এ/ ১৭ অক্টোবর

Back to top button