সেরা করদাতা সিলেটের ফয়ছলকে কৃতজ্ঞতা জানালেন অর্থমন্ত্রী
সিলেট, ২২ এপ্রিল – সিলেটের ফেঞ্চুগঞ্জের কৃতী সন্তান ব্যবসায়ী ডিএম ফয়ছলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন অর্থমন্ত্রী আ, হ, ম মোস্তফা কামাল।
অর্থমন্ত্রনালয় থেকে প্রেরিত পত্রে অর্থমন্ত্রী আ, হ, ম মোস্তফা কামাল বলেন, ২০১৯-২০২০ অর্থ বছরে সেরা করদাতা হিসাবে দেশের উন্নয়নে অংশীদার হয়ে দেশকে এগিয়ে নিচ্ছেন। আপনার মত দেশপ্রেমিদের প্রদত্ত রাজস্বে তৈরি হয়েছে বাংলাদেশের অহংকার পদ্মা সেতু। আরো নির্মিত হয়েছে গাজিপুরে বঙ্গবন্ধু হাইটেক সিটি। নির্মানাধিন রয়েছে- বঙ্গবন্ধু টানেল, রুপপুর নিউক্লিয়ার পাওয়ার প্লান্টসহ নানা প্রকল্প। সারা দেশে নির্মিত হচ্ছে ১০০টি স্পেশাল ইকোনমি জোন। যেখানে কর্মসংস্থান হবে কোটি মানুষের।
এই ধারা অব্যাহত রেখে আরো এগিয়ে যেতে হবে যাতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে দ্রুততম সময়ে অর্থনীতির মূলস্রোতে আনা যায়।
প্রসঙ্গত টানা তিনবার সিলেটের সেরা করদাতা নির্বাচিত হয়েছেন মেসার্স ফয়ছল এন্ড কোম্পানির চেয়ারম্যান ডিএম ফয়ছল।
সূত্র : সিলেটভিউ
এন এ/ ২২ এপ্রিল