জাতীয়

হেফাজত নেতা আতাউল্লাহ আমীন গ্রেপ্তার

ঢাকা, ২১ এপ্রিল – হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর মোহাম্মদপুর জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল খায়রুল ইসলাম তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন : প্রথমবারের মতো লাইভে এসে সহযোগিতা চাইল হাটহাজারী মাদ্রাসা কর্তৃপক্ষ

এ নিয়ে হেফাজতের ১১ জন কেন্দ্রীয় ও ঢাকা মহানগরীর নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব ও পুলিশ।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর ঘিরে গত ২৬ মার্চ থেকে তিন দিন ধরে ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া এবং হাটহাজারীসহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও সহিংসতার ঘটনায় একশোটির মতো মামলা রয়েছে।

এছাড়াও ২০১৩ সালে হেফাজতের ঢাকা অবরোধ কর্মসূচিতে যে সহিংসতা হয়েছিল, সেই মামলাগুলোও এখন তাদের কয়েকজন নেতাকে আটক দেখানো হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে সোমবার রাতে বৈঠক করেছে হেফাজতে ইসলামের মহাসচিব নূরুল ইসলাম জেহাদীর নেতৃত্বে সংগঠনটির একটি প্রতিনিধি দল। নেতাদের ঢালাওভাবে গ্রেপ্তার না করতে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি অনুরোধ জানান তারা।

সূত্র : দেশ রূপান্তর
অভি/ ২১ এপ্রিল

Back to top button