হারের পর বড় শাস্তিও পেলেন রোহিত শর্মা
চেন্নাই, ২১ এপ্রিল – মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক রোহিত শর্মাকে স্লো ওভার-রেটের জন্য ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে তার দল হেরেছে ৬ উইকেটে। সেই ম্যাচে স্লো ওভার-রেটের অপরাধে এই শাস্তি পেলেন রোহিত।
আরও পড়ুন : প্রথম টেস্টে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
আইপিএলের গাইডলাইন অনুযায়ী, একই মৌসুমে স্লো ওভার-রেটের কারণে প্রথম দৃষ্টান্ত হিসেবে দলের অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানার শাস্তি দেওয়া হয়। দ্বিতীয় দৃষ্টান্ত হিসেবে, একই ভুলের জন্য অধিনায়ককে দ্বিগুণ জরিমানা (২৪ লাখ রুপি) করা হয় এবং একাদশের বাকি খেলোয়াড়ের কাটা হয় ম্যাচ ফি’র ২৫ শতাংশ বা ৬ লাখ রুপি।
যখন এই অপরাধ একই মৌসুমে তৃতীয়বারের মতো করা হয়, তখন অধিনায়ককে জরিমানা হিসেবে গুনতে হয় ৩০ লাখ রুপি এবং এক ম্যাচ নিষিদ্ধও করা হয়। আর দলের একাদশের বাকি খেলোয়াড়দের জরিমানা করা হয় ১২ লাখ রুপি বা ম্যাচ ফি’র ৫০ শতাংশ। এই একই শাস্তি বা নিষেধাজ্ঞাগুলো অন্য যেকোনো অপরাধের জন্যও প্রযোজ্য হবে।
সূত্র : দেশ রূপান্তর
এন এইচ, ২১ এপ্রিল