ঘরে করোনার হানা, চিন্তিত ইলিয়াস কাঞ্চন
ঢাকা, ২১ এপ্রিল – জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চনের ঘরেও করোনা হানা দিয়েছে। তার ছেলে জয় করোনায় আক্রান্ত। তবে করোনায় আক্রান্ত হলেও জয় ভালো আছেন বলে জানিয়েছেন ইলিয়াস কাঞ্চন। মহামারির এই সময়ে ভালো থাকলেও, করোনা হানা দিয়েছে ঘরে। ফলে বাবা হিসেবে ছেলেকে নিয়ে দুশ্চিন্তায় আছেন তিনি।
ইলিয়াস কাঞ্চনের ঘনিষ্ঠ লিটন এরশাদ বলেন, ‘কাঞ্চন ভাই ভালো আছেন। তিনি করোনার দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন। তবে কয়েক দিন আগে জয় করোনায় আক্রান্ত হয়েছে। ফলে কিছুটা ভাবনা থাকা স্বাভাবিক। আপনারা দোয়া করবেন।’
বাংলাদেশের সর্বাধিক ব্যবসাসফল ও জনপ্রিয় চলচ্চিত্র হিসেবে স্বীকৃত ‘বেদের মেয়ে জোছনা’র নায়ক ইলিয়াস কাঞ্চন। প্রায় তিনশ চলচ্চিত্রে অভিনয় করেছেন। সামাজিক অসঙ্গতি নিয়েও সরব এই অভিনেতা। গড়ে তুলেছেন ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলন। স্বীকৃতি হিসেবে পেয়েছেন একুশে পদক।
সূত্র : দেশ রূপান্তর
এন এ/ ২১ এপ্রিল