হলিউড

রকের নতুন বাড়ীর মূল্য ২৩৬ কোটি টাকা!

হলিউড অভিনেতা পল রেজারের কাছে থেকে ২৭.৮ মিলিয়ন মার্কিন ডলারে রক এবং তার স্ত্রী লরেন হাশিয়ান বিলাসবহুল একটি বাড়ী কিনেছেন। লস এঞ্জেলসের বেভারলি হিলসের ১৭ হাজার ৬০০ বর্গফুট জায়গা জুড়ে এটি অবস্থিত। এই নতুন প্রাসাদে আছে ১১টি কক্ষ এবং ৬টি শয়নকক্ষ এবং ১টি টেনিস কোর্ট ও সুইমিংপুলসহ বিশাল জিম।

আরও পড়ুন : এক সপ্তাহ পর অস্কার, নেই মাতামাতি!

ভক্তদের কাছে তিনি পরিচিত ‘দ্য রক’ নামে। বিশ্বের সেরা রেসলার হওয়ার পাশাপাশি সর্বাধিক পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের শীর্ষে আছেন তিনি।

চলতি বছর সিনেমাসহ নিজের প্রযোজনা নিয়েও বেশ ব্যস্ত সময় পার করছেন রক। আগামী নভেম্বরে নেটফ্লিক্সে মুক্তি পেতে যাচ্ছে তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রেড নোটিশ।’

এন এইচ, ২০ এপ্রিল

Back to top button