দক্ষিণ এশিয়া

মহারাষ্ট্রে করোনায় প্রতি ৩ মিনিটে একজনের মৃত্যু

মুম্বাই, ১৯ এপ্রিল – ভারতের মহারাষ্ট্রে ভয়ঙ্কর হয়ে উঠেছে করোনাভাইরাস পরিস্থিতি। দেশজুড়ে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের আবহে রাজ্যটিতে সংক্রমণের সংখ্যা সবচেয়ে বেশি। সোমবার রাজ্য স্বাস্থ্য দপ্তর করোনা সংক্রান্ত্র যে পরিংখ্যান প্রকাশ করেছে, তাতে দেখা গেছে, গড়ে প্রতি তিন মিনিটে একজন মারা যাচ্ছেন। আর প্রতি ঘণ্টায় আক্রান্ত হচ্ছেন দুই হাজার ৮৫৯ জন।

এ পরিসংখ্যান ও তার বিশ্লেষণ রীতিমতো উদ্বেগ বাড়িয়ে দিয়েছে প্রশাসনের।

আরও পড়ুন : করোনার লাগাম টানতে ৬ দিনের লকডাউনে দিল্লি

গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে আক্রান্ত শনাক্ত হয়েছেন রেকর্ড ৬৮ হাজার ৬৩১ জন। এ নিয়ে রাজ্যটিতে মোট শনাক্ত সংখ্যা দাঁড়াল ৩৮ লাখ ৩৯ হাজার ৩৩৮ এ। একদিনে মৃত্যুর সংখ্যায়ও রেকর্ড হয়েছে; মারা গেছেন সর্বোচ্চ ৫০৩ জন। সোমবার ৬০ হাজার পেরিয়ে গেছে মোট মৃত্যু। তথ্য বিশ্লেষণে দেখা গেছে, প্রতি তিন মিনিটেরও কম সময়ে মারা যাচ্ছেন একজন।

রাজ্যটির রাজধানী মুম্বাইতে গত ২৪ ঘণ্টায় সংক্রমণ শনাক্ত হয়েছে হাজার ৪৬৮ জনের। এছাড়া রোববার মুম্বাইতে মারা গেছেন ৫৩ জন। শুধু মুম্বাইতেই এ পর্যন্ত মারা গেছেন ১২ হাজার ৩৫৪ জন।

পুরো রাজ্যে এমন ভয়ানক সংক্রমণ পরিস্থিতি সামাল দিতে গিয়ে রীতিমতো সমস্যায় পড়েছে রাজ্য প্রশাসন। হাসপাতালে পর্যাপ্ত বেড নেই, পাশাপাশি অভাব অক্সিজেন সিলিন্ডারেরও। ভারতীয় রেল অবশ্য অক্সিজেন যোগান দিতে অক্সিজেন এক্সপ্রেস চালুর কথা ঘোষণা করেছে। মহারাষ্ট্রে ‘ক্রায়োজেনিক ট্যাঙ্কার’ নিয়ে যাওয়া সংক্রান্ত বেশ কয়েকটি নিরাপত্তাবিধিও ঘোষণা করেছে ভারতীয় রেল।

সূত্র : সমকাল
এন এইচ, ১৯ এপ্রিল

Back to top button