মুন্সিগঞ্জ

মুন্সীগঞ্জে পদ্মা নদীতে অভিযান, ইলিশ-জালসহ ২০ জেলে আটক

মুন্সীগঞ্জ, ১৬ অক্টোবর- মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে ২০ জন জেলেকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে এক লাখ পাঁচ হাজার মিটার কারেন্ট জাল, পাঁচটি ট্রলার, পাঁচ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে।

এ ছাড়া সদর উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল, ৭০ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে। দুইটি অভিযানে মোট ২৬ লাখ পাঁচ হাজার মিটার কারেন্ট জাল ও ৭৫ কেজি ইলিশ জব্দ হয়েছে। গতকাল বৃহস্পতিবার গভীর রাত থেকে আজ শুক্রবার দুপুর পর্যন্ত জেলা প্রশাসন, মৎস্য অফিস, নৌপুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করেন।

আরও পড়ুন: কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

চর আব্দুল্লাহপুর নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, সদর উপজেলার বকচর এলাকার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২৫ লাখ মিটার কারেন্ট জাল ও ৭০ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে। উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

মাওয়া নৌপুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা সিরাজুল কবির জানান, গভীর রাতে পদ্মা নদীতে অভিযান চালিয়ে ২০ জন জেলেকে আটক করা হয়েছে। এ সময় এক লাখ পাঁচ হাজার মিটার কারেন্ট জাল, পাঁচটি ট্রলার ও পাঁচ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।

সূত্র : এনটিভি
এন এইচ, ১৬ অক্টোবর

Back to top button