জাতীয়

হেফাজতের বিরুদ্ধে বিবৃতিতে যা বললেন ৬২ আলেম

ঢাকা, ১৯ এপ্রিল – হেফাজতে ইসলামের কর্মকাণ্ড বিষয়ে রোববার আরো ৬২ জন আলেম বিবৃতি দিয়েছেন। এর আগে শনিবার ৫১ জন আলেম বিবৃতি দেন।

মুফতি মওলানা ড. কাফিল উদ্দীন সরকার সালেহীসহ ৬২ জনের স্বাক্ষরিত লিখিত বিবৃতিতে তারা হেফাজতে ইসলামের বর্তমান রাজনৈতিক দুরভিসন্ধিদুষ্ট নেতৃত্ব বর্জনের জন্য জনগণের প্রতি আহবান জানান। সেই সাথে ধর্মের অপব্যাখ্যা দিয়ে ফ্যাসাদ সৃষ্টিকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান তারা।

আরও পড়ুন : ৪৮ ঘণ্টায় জ্বর না আসলে শঙ্কা মুক্ত হবেন খালেদা জিয়া: চিকিৎসক

বিবৃতিদাতা অন্যরা হলেন, মাওলানা হোসাইন মুরতাজা, মাওলানা আজমির বিন কাসিমী, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা আবু তালেব আল ফারাবী, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা মোরতজা আমান, মাওলানা আমিন হোসেন বিলালী, মাওলানা আব্দুল হাকিম, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা আব্দুর রহিম, মাওলানা এহসানুল হক, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা বদর উদ্দিন প্রমুখ।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১৯ এপ্রিল

Back to top button