জাতীয়

সিটিস্ক্যান শেষে বাসায় ফিরলেন খালেদা জিয়া

ঢাকা, ১৫ এপ্রিল – করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সিটিস্ক্যান শেষে বাসায় ফিরছেন। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তার সিটিস্ক্যান করানো হয়।

বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার সিটিস্ক্যান শেষে ১০টা ২৪ মিনেটে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। বিএনপির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

আরও পড়ুন : চলে গেলেন চলচ্চিত্র নির্মাতা ও গবেষক সাজেদুল আউয়াল

এর আগে বৃহস্পতিবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের প্রধান মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক এফএম সিদ্দিকী জানিয়েছিলেন, খালেদা জিয়ার সিটিস্ক্যান করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব দ্রুত খালেদা জিয়ার সিটিস্ক্যান করানো হবে।

সুত্র : যমুনা নিউজ
এন এ/ ১৫ এপ্রিল

Back to top button