ব্যবসা

ব্যাংকে লেনদেন চলবে ১টা পর্যন্ত

ঢাকা, ১৫ এপ্রিল – দ্বিতীয় দিনের মতো চলা ‘সর্বাত্মক লকডাউন’ পরিস্থিতিতে বৃহস্পতিবার ব্যাংক খোলা রয়েছে।

সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে। আর আনুষাঙ্গিক কাজ শেষ করার জন্য ব্যাংক খোলা রাখা যাবে বেলা আড়াইটা পর্যন্ত।

আরও পড়ুন : করোনা মোকাবিলায় ৬০০ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের জারি করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার আলোকে কঠোর বিধিনিষেধের এসময়ে প্রতিটি ব্যাংকের প্রধান শাখা বা স্থানীয় কার্যালয় খোলা রাখতে হবে। খোলা রাখতে হবে বৈদেশিক মুদ্রা লেনদেনকারী সকল শাখা।

সিটি করপোরেশন এলাকায় প্রতি দুই কিলোমিটারে একটি শাখা খোলা রাখতে হবে। এ সময়ে উপজেলা পর্যায়ে প্রতিটি ব্যাংকের একটি শাখা রোববার, মঙ্গল ও বৃহস্পতিবার খোলা রাখতে হবে। বিধি-নিষেধের এ সময়ে কর্মকর্তা কর্মচারীদের আনা নেওয়ার জন্য ব্যাংকগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সূত্র : সমকাল
এন এইচ, ১৫ এপ্রিল

Back to top button