রিয়ালের টিম বাসে ঢিল ছুড়লো লিভারপুল সমর্থকরা
রিয়াল মাদ্রিদের টিম বাসে ঢিল ছুড়ে জানালার কাচ ভেঙে দিয়েছে লিভারপুলের সমর্থকরা। বাংলাদেশ সময় বুধবার (১৪ এপ্রিল) রাতে রিয়ালের টিম বাস অ্যানফিল্ড স্টেডিয়ামে ঢোকার পথে এই ঢিল ছোড়ে সমর্থকরা। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি।
আজ বাংলাদেশ সময় রাত ১টায় উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে লিভারপুলের মুখোমুখি হবে রিয়াল। ঘরের মাঠে প্রথম লেগে লিভারপুলকে ৩-১ গোলে হারিয়েছিল স্পেনের ক্লাবটি।
আরও পড়ুন : লিভারপুলকে বিদায় করে সেমিতে রিয়াল মাদ্রিদ
ফিরতি লেগ খেলতে লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে প্রবেশের সময় রিয়ালের বাসকে লক্ষ্য করে ঢিল ও বোতল ছোড়ে অলরেড সমর্থকরা। এতে অন্ততপক্ষে একটি জানা ভেঙে যায় রিয়ালের টিম বাসের।
মূলত যে জানালা বরাবর রিয়ালের কোচ জিনেদিন জিদান বসেছিলেন সেটিই ভাঙে ঢিলের আঘাতে। তবে কেউ আহত হয়নি।
অবশ্য এবারই প্রথম প্রতিপক্ষের টিম বাসকে লক্ষ্য করে ঢিল ছোড়েনি লিভারপুলের সমর্থকরা। এর আগেও এই কাজ করেছিল তারা।
সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ১৫ এপ্রিল