সিরাজগঞ্জ
নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরায় ৩ জেলেকে কারাদণ্ড
সিরাজগঞ্জ, ১৬ অক্টোবর- সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় অবৈধভাবে মা ইলিশ আহরণকারী তিন জেলেকে এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাতে এ অভিযান পরিচালনা করেন চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. আফসানা ইয়াসমিন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- উমারপুর ইউনিয়নের পাকুটিয়া গ্রামের মৃত ছালাম মন্ডলের ছেলে সেলিম (২৫), ছানোয়ার হোসেনের ছেলে সাইফুল ইসলাম (২১) ও হারুন অর রশিদের ছেলে মো. কাউসার (২২)।
অভিযানে তিন হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ফেলা হয়।
সূত্র : কালের কণ্ঠ
এম এন / ১৬ অক্টোবর