কিশোরগঞ্জে করোনায় নতুন করে আক্রান্ত ২৮, একজনের মৃত্যু
কিশোরগঞ্জ, ১৪ এপ্রিল – কিশোরগঞ্জে করোনাভাইরাস সংক্রমণ রুদ্রমূর্তি ধারণ করেছে। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাস কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা। সর্বশেষ মঙ্গলবার (১৩ এপ্রিল) রাতে প্রকাশিত রিপোর্টে জেলায় নতুন করে ২৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
সর্বশেষ পাওয়া এই রিপোর্ট অনুযায়ী, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় আরো একজনের মৃত্যু হয়েছে। ফলে জেলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৩ জনে। এছাড়া নতুন করে ১৩ জন করোনাভাইরাস মুক্ত হয়ে সুস্থ হয়েছেন। কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে ভর্তি রোগীর সংখ্যা ৫৩ জন যাদের মধ্যে ৮ জন আইসিইউতে রয়েছেন। গত ২৪ ঘন্টায় হাসপাতালটি থেকে ১৪ জন ছাড়পত্র পেয়েছেন।
আরও পড়ুন : কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকসহ গ্রেপ্তার ৭
নতুন করোনা শনাক্ত হওয়া ২৮ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় সর্বোচ্চ ১০ জন শনাক্ত হয়েছেন। এছাড়া করিমগঞ্জ উপজেলায় ২ জন, পাকুন্দিয়া উপজেলায় ২ জন, কটিয়াদী উপজেলায় ২ জন, ভৈরব উপজেলায় ৪ জন, নিকলী উপজেলায় ১ জন, বাজিতপুর উপজেলায় ৪ জন, ইটনা উপজেলায় ১ জন এবং অষ্টগ্রাম উপজেলায় ১ জন শনাক্ত হয়েছেন। নতুন সুস্থ হওয়া ১৩ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার ৬ জন, করিমগঞ্জ উপজেলার ২ জন এবং ভৈরব উপজেলায় ৫ জন রয়েছেন। এই সময় পর্যন্ত জেলায় মোট ৪২৪০ জন শনাক্ত, ৩৭৫১ জন সুস্থ এবং ৭৩ জন মৃত্যুবরণ করেছেন।
সূত্র : বিডি২৪লাইভ
এন এইচ, ১৪ এপ্রিল