সংগীত

দ্বিতীয় বিয়ে করলেন গায়িকা পুতুল

ঢাকা, ১৪ এপ্রিল – গেল মার্চ মাসেই জানিয়েছিলেন ডিভোর্সের খবর। ২০১৯ সালের বিয়ে ভেঙে গেছে তার। এবার ক্লোজআপ ওয়ান তারকা পুতুল জানালেন দ্বিতীয় বিয়ের খবর।

পাত্র অস্ট্রেলিয়া প্রবাসী সৈয়দ রেজা আলী। বিয়ের খবরটি ফেসবুকেই জানিয়েছেন পুতুল। সেখানে দীর্ঘ স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘বিবাহিত জীবনটা সহজ, এ কথা যে বলে সে হয় অপরিণত, না হয় বোধহীন। কঠিন সমীকরণের বৈবাহিক জীবনকে আমরা নিজেদের সূত্রে সহজ করার চেষ্টা করতে পারি বড়জোর। বাকিটা সৃষ্টিকর্তার কৃপা। জীবনটা উদ্ভট এবং নাটকীয় না হলে আজকের এমন একটা পরিকল্পনাবিহীন দিনে আমাদের এক হবার কোনো কারণ ছিলো না।’

আরও পড়ুন : ‘ভুয়া’ ডক্টরেট ডিগ্রি, যা বললেন মমতাজ

পাত্রের পরিচয় দিয়ে পুতুল যোগ করেন, ‘সৈয়দ রেজা আলী আমার গানবন্ধু বহু দিনের। অস্ট্রেলিয়াতে তার বেড়ে ওঠা। সেখানেই ব্যাংকার তিনি। তিনি একজন মিউজিক কম্পোজারও, দুর্দান্ত মেধাবী একজন গিটারিস্ট। তার কম্পোজিশনে সম্প্রতি বেশ কিছু গান গাওয়া হয়েছে। আমাদের গানের বহু বছরের বন্ধুত্বকে নতুন একটা মাত্রা দেয়ার কথা ভাবেন রেজার বাবা মা। তাঁদের কাছ থেকে বরাবরই সীমাহীন স্নেহ ভালোবাসা পেয়েছি।

আমাদের দুজনের পরিবারের বড়দের ইচ্ছা অনুসারে একেবারেই ঘরোয়াভাবে শুধুমাত্র পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘন্টাখানেকের প্রস্তুতিতে বিয়ে! দেশজুড়ে লকডাউনের পূর্বক্ষণে এতোটা আকস্মিকভাবে বিয়ের মতো একটা ঘটনার জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না কেউ।’

পুতুলের বিয়ের খবর শুনে তাকে অভিনন্দন জানাচ্ছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। নিজেকে নিজে অভিনন্দন জানিয়েছেন পুতুল নিজেও৷ তিনি লেখেন, ‘শুভকামনা নিজেকে এবং আমার সঙ্গী রেজাকে, বিবাহিত জীবনের দুর্গম পথ পাড়ি দেয়ার মতো বলিষ্ঠ পথিক যেনো হয়ে উঠতে পারি। সুরের বন্ধন আত্মার বন্ধনে গিয়েও যেনো একইরকম সুরেলা থাকে, যেনো ছন্দ না কাটে।

এন এইচ, ১৪ এপ্রিল

Back to top button