শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দলের দায়িত্ব নিজের কাঁধে তুলে আফ্রিদি
ইসলামাবাদ, ১৬ অক্টোবর- পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের অনেকেই দেশটির ক্রিকেট বোর্ডে (পিসিবি) বড় বড় পদে চাকরি পাওয়ার জন্য মুখিয়ে থাকেন। তাদের অনেকের উদ্দেশ্য থাকে সিনিয়র দলের কোচ কিংবা নির্বাচক হওয়া।
কিন্তু একমাত্র ব্যতিক্রম সম্ভবত শহীদ আফ্রিদি। সিনিয়র দলের সঙ্গে কাজ করার কোনো আগ্রহ নেই তার। সাবেক এই পাকিস্তানি অধিনায়ক সম্প্রতি দেশটির শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন।
পাকিস্তানি সংবাদমাধ্যম এমনটাই জানিয়েছে।
সম্প্রতি নিজের প্রতিষ্ঠিত ‘শহীদ আফ্রিদি ফাউন্ডেশন’ এর পক্ষ থেকে পাকিস্তানের শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট অ্যাসোসিয়েশনের (পিডিসিএ) সঙ্গে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন আফ্রিদি। এর কিছুক্ষণ পরে পিডিসিএ-এর সান্মানিক চেয়ারম্যান হিসেবে তার নাম ঘোষণা করা হয়। শুধু তাই না, এর পাশাপাশি পাকিস্তানের শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দলের কোচ হিসেবেও কাজ করবেন তিনি।
আরও পড়ুন: অবিশ্বাস্য! শুধু চার-ছক্কায় গেইলের ১০ হাজার
আফ্রিদি ফাউন্ডেশনের অর্থায়নে চলতি বছর পাকিস্তানের জাতীয় শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে পিডিসিএ। এই টুর্নামেন্টে ১৬টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে।
দায়িত্ব বুঝে নেওয়ার পর অ্যাসোসিয়েশনকে আরও আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার পাশাপাশি শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটারদের আর্থিক নিরাপত্তা বাড়ানোর প্রতিশ্রুতি দেন আফ্রিদি। পিসিবি ও বেসরকারি সাহায্য সংস্থাগুলোকেও তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান সাবেক এই অলরাউন্ডার।
SAF signs an MOU with Pakistan Disabled Association to organize the 7th National Physical Disability Cricket Championship 2020, where 16 teams will compete for the winner title. This step will encourage beneficiaries to not give up & ensure #HopeNotOut despite all the challenges! pic.twitter.com/KZud5898Bo
— Shahid Afridi Foundation (@SAFoundationN) October 10, 2020
সূত্র : বাংলানিউজ
এন এইচ, ১৬ অক্টোবর