ফুটবল

‘বুড়ো’ কাভানির ভেলকি

পিছিয়ে পড়েও টটেনহামকে ৩-১ গোলে হারিয়ে দিয়ে মধুর প্রতিশোধ নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। রেড ডেভিলদের এ জয়ের মূল কারিগর ছিলেন ৩৪ বছর বয়সী এডিনসন কাভানি। ভিএআর বিতর্কে উরুগুইয়ান এই স্ট্রাইকারের একটি গোল বাতিল হলেও তার অ্যাসিস্টেই সমতা ফেরান ফ্রেড। এরপর ডাইভিং হেডে ম্যানইউকে লিড এনে দেন কাভানি। শেষ গোলটি করেন ম্যানইউর তরুণ ফরোয়ার্ড ম্যাসন গ্রিনউড। জয় পেয়েছে আর্সেনালও। লাকাজাতের জোড়া গোলে তারা ৩-০ ব্যবধানে হারিয়েছে শেফিল্ড ইউনাইটেডকে।

আরও পড়ুন : অস্ট্রেলিয়ার লিগে দল কিনছে ম্যানইউ?

টটেনহামে মাঠে প্রথমার্ধে খুব একটা ভালো খেলতে পারেনি ম্যানইউ। এর পরও ৩৫ মিনিটে তাদের এগিয়ে দিয়েছিলেন কাভানি। কিন্তু আক্রমণটি গড়ে ওঠার সময় সনের মুখে ম্যানইউ মিডফিল্ডার ম্যাকটমিনে আঘাত করায় ভিএআর দেখে গোলটি বাতিল করেন রেফারি। যদিও বিষয়টি নিয়ে প্রতিবাদমুখর হয়ে উঠেছিল রেড ডেভিলরা। জয়ের পর ম্যানইউ বস ওলে গানার সোলশায়েরের প্রত্যাশা, ওল্ড ট্র্যাফোর্ডে আরও অনেক দিন থাকবেন কাভানি।

সূত্র : সমকাল
এন এইচ, ১৩ এপ্রিল

Back to top button