নারায়নগঞ্জ

নারায়ণগঞ্জে বহুতল ভবনে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ২

নারায়ণগঞ্জ, ১২ এপ্রিল – নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ার প্রেসিডেন্ট রোড এলাকায় জিএম গার্ডেন নামে একটি আবাসিক ভবনের ৮ তলার রান্নাঘরে গ্যাসলাইনের লিকেজে জমে থাকা গ্যাসে আগুন লেগে বিস্ফোরণ ঘটেছে। এতে ২ নৈশপ্রহরী দগ্ধ হয়েছেন। তাদের শরীরের অনেকাংশ ঝলসে গেছে।

রোববার (১১ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন— নৈশপ্রহরী উজ্জ্বল ও মানিক। তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

আরও পড়ুন : সোনারগাঁয়ে মামুনুলকাণ্ড: গ্রেফতার ৫৬

ফায়ার সার্ভিস ও ভবনের বাসিন্দাদের সূত্রে জানা যায়, জিএম গার্ডেনের ৮ তলায় ছিল কমিউনিটি সেন্টার আদলে কয়েকটি কক্ষ। ভবনের কারও কোন অনুষ্ঠান হলে সেখানে আয়োজন করা হতো।

আরেক নৈশপ্রহরী মোহাম্মদ আলী জানান, ৮ তলায় গ্যাসের লাইনে সমস্যা ছিল। এজন্য মিস্ত্রি এসে সেটা মেরামত করে এক পর্যায়ে তারা নিচে নেমে যায়। তখন রান্নাঘরের দরজা জানালা বন্ধ ছিল এবং লিকেজের কারণে গ্যাস জমে ছিল। পরে দুই নৈশপ্রহরী সিগারেট হাতে উপরে উঠে রুমে প্রবেশের সাথে সাথেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে দুইজনই দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ১২ এপ্রিল

Back to top button