ক্রিকেট

আরও যেসব রেকর্ড গড়তে যাচ্ছেন ধোনি

মুম্বাই, ১১ এপ্রিল – ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে বেশ কিছু রেকর্ড গড়ার পথে মহেন্দ্র সিং ধোনি। ইতোমধ্যে অনেক রেকর্ড গড়েছেন তিনি।

চেন্নাই সুপার কিংসের এই অধিনায়ক শনিবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে আইপিএলের ইতিহাসে রেকর্ড সর্বোচ্চ ২০৫তম ম্যাচে অংশ নেন। ২০১ ম্যাচে অংশ নিয়ে দ্বিতীয় পজিশনে রোহিত শর্মা।

আরও পড়ুন : ধোনিকে ১২ লাখ টাকা জরিমানা

শুধু ম্যাচ খেলাই নয়, আইপিএলে এখনও পর্যন্ত ২১৬টি ছক্কা হাঁকিয়েছেন; যা ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড। তবে আইপিএলে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর দিক থেকে ধোনি আছেন তৃতীয় পজিশনে। ৩৪৯ ও ২৩৭টি ছক্কা হাঁকিয়ে প্রথম ও দ্বিতীয় পজিশনে আছেন ক্রিস গেইল ও এবি ডি ভিলিয়ার্স।

চলতি আইপিএলে আর মাত্র দুটি ক্যাচ নিলে উইকেটকিপার হিসেবে ১৫০তম ব্যাটসম্যান আউট করার রেকর্ড গড়বেন ধোনি।

আইপিএলে আর মাত্র ১৭৯ রান করলেই টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ৭ হাজারি ক্লাবের সদস্য হবেন চেন্নাইয়ের এই অধিনায়ক।

আর ১৪টি ছক্কা হাঁকালে চেন্নাই সুপার কিংসের হয়ে ২০০টি ছয় মারার রেকর্ড গড়বেন এমএস ধোনি।

সূত্র : যুগান্তর
এন এইচ, ১১ এপ্রিল


Back to top button