ক্রিকেট

টিকার দ্বিতীয় ডোজ নিলেন তামিম-মুশফিকরা

ঢাকা, ১০ এপ্রিল – শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। শনিবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দ্বিতীয় ডোজ নেওয়া শুরু করেন তারা।

শনিবার ক্রিকেটার তামিম ইকবাল, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন, সাইফ হাসান, মুকিদুল ইসলাম মুগ্ধ, শরিফুল ইসলাম, নাইম হাসান, তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন। এছাড়া সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফীসও টিকা নিতে আসেন।

আরও পড়ুন : সাবেক প্রেমিক বিরাটের সঙ্গে বিমানে কী করছেন তামান্না?

এর আগে নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগে করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন ক্রিকেটাররা। দুই ধাপে গত ১৮ ফেব্রুয়ারি ও ২০ ফেব্রুয়ারি করোনা টিকার প্রথম ডোজ নেন তারা।

দ্বিতীয় ডোজ নেওয়ার পর পেসার তাসকিন আহমেদ গণমাধ্যমকে বলেছেন, ‘আমরা আজ করোনার টিকার দ্বিতীয় ডোজ নিলাম। ধন্যবাদ প্রধানমন্ত্রীকে, টিকা নেওয়ার ব্যবস্থা করে দেওয়ার জন্য। এ মুহূর্তে পরিস্থিতি সামলাতে হলে সবাইকে সতর্ক হওয়া জরুরি, আমাদের উচিত সবাইকে উৎসাহ জোগানো। আমরা মাস্ক পরছি, সবাই যেন মাস্ক পরেন।’

সফরে বাংলাদেশের দুটি টেস্ট হবে ক্যান্ডির অদূরে পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এই মাঠে আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেললেও এই প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। প্রথম টেস্ট শুরু হবে ২১ এপ্রিল, দ্বিতীয়টি ২৯ এপ্রিল।

বাংলাদেশ দল শ্রীলঙ্কায় সবশেষ টেস্ট খেলেছে ২০১৭ সালে। সেবার গলে প্রথম টেস্ট হারলেও দ্বিতীয় ম্যাচে নিজেদের শততম টেস্টে স্মরণীয় জয় পায় বাংলাদেশ।

সবমিলে সোমবার (১২ এপ্রিল) শ্রীলঙ্কার উদ্দেশে উড়াল দেওয়ার কথা রয়েছে ক্রিকেটারদের। সেখানে নিজেদের মধ্যকার একটি প্রস্তুতি ম্যাচের পর মূল দল ঘোষণা করা হবে।

সূত্র : সমকাল
এন এইচ, ১০ এপ্রিল

Back to top button