ক্রিকেট

গেমস নিয়ে আসলেন সাকিব

ঢাকা, ১০ এপ্রিল – মুঠোফোনে গেমস খেলায় যারা আসক্ত তাদের জন্য সুখবর। এবার ক্রিকেট গেমস নিয়ে আসলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। যার ঘোষণা দিয়েছেন নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেইজে। সাকিবের গেমসের নাম ‘শাহ সেভেন্টি ফাইভ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ।’

শুক্রবার (৯ এপ্রিল) রাতে এক ফেসবুক স্ট্যাটাসে সাকিব জানান, গেমসটি প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করা যাবে। এ সময় তিনি ভক্তদের গেমসটি ডাউনলোড করে টেস্ট করার জন্য অনুরোধ জানান। ২ লাখ ব্যক্তি এই গেমসটি ডাউনলোড করে টেস্ট করার সুযোগ পাবেন।

আরও পড়ুন : শেষবার আইপিএল খেলছেন যারা

সাকিব লেখেন, ‘আমরা শাহ সেভেন্টি ফাইভ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ নামের একটি মোবাইল গেম তৈরি করছি। এই ধরনের অফিসিয়াল গেম বাংলাদেশে এটিই প্রথম! আমরা আপনাদের অনুরোধ করছি এই গেমটির টেস্টার হবার জন্য! আমরা চাই ফ্যানদের পরামর্শ নিয়ে গেমটি হয়ে উঠুক বিশ্বমানের!’

গেমসের টেস্টার হিসেবে আকর্ষণীয় পুরস্কার জিতে নেয়ার সুযোগ থাকছে বলে জানিয়েছেন সাকিব। ভারতের গেমিং কোম্পানি ‘অ্যাবিলিটি গেমস’ এই গেমসটি নিয়ে আসে।

থেকে গেমটি ডাউনলোড করা যাবে এই ঠিকানা থেকে https://play.google.com/store/apps/details

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ১০ এপ্রিল

Back to top button